জুলাই-আগস্টে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেওয়া হয়। তদন্তের সময় বাড়ানোর জন্য প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
এর আগে, গত ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল এই মামলা সংক্রান্ত দুটি মামলায় তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিল এবং শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আজ (১৮ ফেব্রুয়ারি) ১৬ জন গ্রেফতার মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাকে তৃতীয়বারের মতো আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে ছিলেন সালমান এফ রহমান, আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, আনিসুল হক, ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কামরুল ইসলাম, জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে।
তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ এপ্রিল দিন নির্ধারণ করা হয় এবং ওইদিন সাবেক এমপি সোলায়মান সেলিমকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে জানান, তদন্তের জন্য সময় চাওয়া হয়েছে এবং জাতিসংঘের রিপোর্ট গণহত্যার অকাট্য দলিল হিসেবে আদালতে উপস্থাপন করা হবে। প্রসিকিউশন আসামিদের জামিন আবেদনের বিরোধিতা করবে বলেও তিনি জানান।