টিকটকার লায়লা আক্তার ফারহাদের ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আরেক টিকটকার আব্দুল্লাহ আল মামুন, যিনি প্রিন্স মামুন নামেও পরিচিত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মামলার চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল এবং এই দিন মামুন জামিন আবেদন করেন। বিচারক সাবেরা সুলতানা খানমের আদালত তার জামিন মঞ্জুর করেন এবং চার্জশিট গ্রহণ করেন।
লায়লা আক্তারের অভিযোগে বলা হয়, তিন বছর আগে ফেসবুকে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে মামুন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে এবং তাকে নিজের বাসায় থাকার অনুমতি দেয়।
২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় বসবাস করতে শুরু করে। এরপর একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং বিয়ের প্রতিশ্রুতি দেয়, তবে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে।
চলতি বছরের ১৪ মার্চ মামুন লায়লাকে আবার ধর্ষণ করলে বিষয়টি পুলিশে জানান। এর পরেই মামলা দায়ের করা হয় এবং মামুনকে গ্রেপ্তার করা হয়।