বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের ওপর বেশি নির্ভরশীল। বিএনপি কারও সঙ্গে স্বামী-স্ত্রী বা ভাই-বোন সম্পর্ক চায় না, বরং দেশের স্বার্থ রক্ষা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি চায়।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনে ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি: নতুন দিগন্তের সন্ধান’ শীর্ষক সংলাপে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ জানান, শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর নেপাল, ভূটান, শ্রীলঙ্কা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ড. ইউনূসও বিভিন্ন স্থানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুরোধ করেছেন। তবে বিনিয়োগকারীরা সরকারের নীতির অপেক্ষায় রয়েছেন।
তিনি বলেন, শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। ২০০৯ সালে বাংলাদেশে কোনো সঠিক পররাষ্ট্রনীতি ছিল না, বরং সীমান্তরক্ষীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল।
বিএনপির পররাষ্ট্রনীতি স্পষ্ট জানিয়ে শামা বলেন, শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি ছিল "সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়"। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বিএনপি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটি ও উন্নয়নের জন্য সার্ক গঠন করেছিলেন, যা শেখ হাসিনা এবং ভারত-পাকিস্তান বিরোধের কারণে স্থবির হয়ে আছে।
শামা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে যেসব মিথ্যাচার করেছে, তা প্রতিহত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে।