ইউক্রেন যুদ্ধ অবসানে প্রয়োজনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে।
তিন বছর ধরে চলা যুদ্ধের অবসান নিয়ে একই দিনে সৌদি আরবের রিয়াদে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। এই বৈঠকের মধ্যেই ক্রেমলিন জানাল, প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে আলোচনায় বসবেন পুতিন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, “পুতিন বলেছেন, প্রয়োজনে তিনি জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকবেন। তবে জেলেনস্কির আইনি বৈধতা নিয়ে প্রশ্ন থাকায় তা বিবেচনায় নিয়ে আলোচনার প্রয়োজন।”
রিয়াদে শুরু হওয়া বৈঠকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং মার্কিন-রুশ সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে আলোচনা হচ্ছে। এই বৈঠকের মাধ্যমে পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে।
গত সপ্তাহে পুতিন-ট্রাম্প টেলিফোন আলোচনার পরই এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ইউক্রেনকে না রাখায় কিয়েভের আপত্তি স্পষ্ট। জেলেনস্কি বলেন, “আমাদের ছাড়া কোনো শান্তিচুক্তি মানবে না ইউক্রেন।”
বৈঠকে রাশিয়ার পক্ষে আছেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ইয়োরি উশাকভ ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যুক্তরাষ্ট্রের পক্ষে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ।
পুতিন-ট্রাম্প টেলিফোন আলোচনায় ইউক্রেন যুদ্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি, মার্কিন ডলার এবং এআই নিয়েও কথা হয়েছে।
সূত্র: এএফপি, রয়টার্স।