যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অন্যান্য মামলা এবং ওয়ারেন্টভুক্ত ১,১৪১ জনও গ্রেফতার হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। গ্রেফতারের পাশাপাশি অভিযানে একটি একনালা বন্দুক, ৬টি পিস্তলের গুলি, একটি এলজি এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে এই হামলা চালানোর অভিযোগ ওঠে শিক্ষার্থীদের পক্ষ থেকে। এরপর থেকে দেশে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।