গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্রিটিশ নাগরিককে আটক করেছে ইরান। দেশটির বিচার বিভাগ সম্পর্কিত বার্তা সংস্থা মিজানের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আটককৃতদের নাম ক্রেইগ ফোরম্যান ও লিন্ডসে ফোরম্যান। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। ইরান দাবি করছে, গবেষণা ও অনুসন্ধানের নামে তারা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনকে সহায়তা করছিলেন।
এক সপ্তাহ ধরে তাদের গ্রেফতারের গুঞ্জন চলছিল। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, গত জানুয়ারিতেই দেশটির কেরমান শহর থেকে তাদের আটক করা হয়। তবে মঙ্গলবার ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।
তদন্ত সংশ্লিষ্টদের দাবি, তারা ইরানের বিভিন্ন অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করছিলেন, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগ।
Mytv Online