পটুয়াখালীর বাউফল উপজেলায় ঢাকাগামী তিনটি বাসে অভিযান চালিয়ে প্রায় ১৪ মন জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের টিএনটি অফিসের সামনে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম।
অভিযানকালে মুন পরিবহন, অন্তরা পরিবহন ও ডলফিন পরিবহন থেকে জাটকাগুলো জব্দ করা হয়। তবে বাস কোম্পানিগুলোকে কোনো শাস্তি বা জরিমানা করা হয়নি।
যাত্রীরা জানান, গলাচিপা, দশমিনা ও বাউফল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ ঢাকায় পাঠানো হয়। বাসের মধ্যে মাছের গন্ধে তারা ভোগান্তিতে পড়েন। এর আগেও মাছ পরিবহনের দায়ে বাস কোম্পানিগুলোকে সতর্ক ও জরিমানা করা হলেও অবৈধভাবে জাটকা পরিবহন অব্যাহত রয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গলাচিপা থেকে ঢাকাগামী চারটি বাসে ৫-৬ ইঞ্চি আকারের জাটকা নেওয়া হচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। তিনটি বাস থেকে ১৪ ড্রাম ভর্তি আনুমানিক ১৪ মন জাটকা জব্দ করা হয়েছে।