রাজধানীর উত্তরায় দম্পতির ওপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্রকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মেহেবুল হাসান ও তার স্ত্রী নাসরিন আক্তার ইপ্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি জানায়, সোমবার রাতেই মো. মোবারক হোসেন ও রবি রায় নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরদিন মঙ্গলবার ওই দম্পতিকে কোপানোর ঘটনায় সরাসরি জড়িত আলফাজ নামে আরেক যুবককে আটক করা হয়। তারা সবাই মাদকাসক্ত এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে এক বেপরোয়া বাইক আরোহী রিকশাকে ধাক্কা দেয়। পাশেই আরেকটি মোটরসাইকেলে থাকা মেহেবুল ও নাসরিন দম্পতি প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয়। পরে আরও কয়েকজনকে ডেকে এনে ওই দম্পতির ওপর হামলা চালানো হয়।
আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিয়ে শঙ্কামুক্ত রয়েছেন মেহেবুল ও নাসরিন। এ ঘটনায় নাসরিন আক্তার ইপ্তি সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।
                           
                           
    
 
 
 Mytv Online