খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ৬ দফা দাবি না মানায় একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীদের দেওয়া আল্টিমেটামের সময়সীমা পেরিয়ে গেলে তারা এসব ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়ে দেন।
শিক্ষার্থীদের দাবি, মঙ্গলবার রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগসহ ৬ দফা দাবি তুলে ধরেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন দাবি না মানায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বর্তমানে কুয়েটের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। তবে শিক্ষার্থীরা সেখানে তাকে অবরুদ্ধ করে রেখেছেন এবং তার পদত্যাগের দাবিতে মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নিয়েছেন।
এর আগে, শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও তারা তা প্রত্যাখ্যান করেন।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেটি ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। তবে ছাত্রদল এই অভিযোগ প্রত্যাখ্যান করে উল্টো দাবি করেছে, তাদের নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যরা হামলা চালিয়েছে।