ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোনার পূর্বধলার জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে রুটটিতে রেল চলাচল বন্ধ রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শী ও পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবির জানান, বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ট্রেনটি পূর্বধলার জারিয়া আনসার ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনের নিচে হঠাৎ আগুন ধরে যায়।
তৎক্ষণাৎ ট্রেন থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন ট্রেনের চালক ও সংশ্লিষ্টরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে ট্রেন থেকে নেমে পড়েন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি এসে পৌঁছানোর পর ট্রেনটি পুনরায় গন্তব্যের উদ্দেশে রওনা দেবে।
Mytv Online