ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক রুক্মিণীকে বিয়ে করা নিয়ে যা বললেন দেব নারীদের জন্য তারেক রহমানের ৬ অঙ্গীকার কিছু চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয়: বিএনপি

উত্তরায় হামলার শিকার দুজন স্বামী-স্ত্রী নন

  • আপলোড সময় : ১৯-০২-২০২৫ ০৫:১৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৫ ০৫:১৪:১১ অপরাহ্ন
উত্তরায় হামলার শিকার দুজন স্বামী-স্ত্রী নন
রাজধানীর উত্তরায় হামলার শিকার পুরুষ মেহবুল হাসান ও তার সঙ্গে থাকা নারী নাসরিন আক্তার ইপ্তিকে প্রথমে দম্পতি মনে করা হলেও তারা আসলে স্বামী-স্ত্রী নন। মেহবুল হাসানের স্ত্রী শম্পা বেগম দাবি করেছেন, তারা দুজন সহকর্মী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) মিডিয়া লাইভে এসে শম্পা এই দাবি করেন। তিনি জানান, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুই সন্তান রয়েছে। মেয়ে দুটি যথাক্রমে ৫ এবং ৪ বছর বয়সী। এ সময় শম্পা তার সন্তানদেরও লাইভে নিয়ে আসেন এবং অভিযোগ করেন যে, মেহবুলের নাসরিন আক্তার ইপ্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে।

তবে শম্পা তাদের বিয়ে নিয়ে কিছু নিশ্চিত করতে পারেননি। মিডিয়ার সামনে নিজের পরিচয় প্রকাশ করার কারণে তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন শম্পা।

তিনি জানান, মেহবুল হাসান ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করেন এবং ১৭ ফেব্রুয়ারি সকালে বাসা থেকে বের হওয়ার পর তার সঙ্গে যোগাযোগ করেননি। সোশ্যাল মিডিয়াতে ঘটনাটি দেখে তিনি হামলার খবর পান।

শম্পা আরও বলেন, তিনি জানেন না কেন স্বামী উত্তরায় গিয়েছিলেন এবং হামলার বিষয়ে কিছুই জানেন না। লাইভ চলাকালে মেহবুল হাসান তাকে মোবাইলে কল দিয়ে বলেন, "তুই মিডিয়াতে থাক। মিডিয়াতে তুই বউ হয়ে আয়।" এই সময় শম্পার শাশুড়িও ফোনে কথা বলেন।

এদিকে, ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন। এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আজ ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান এ তথ্য জানান। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাস্থলে বিক্ষুব্ধ জনতা ওই নারীর প্রশংসা করেন এবং তাদের আটক করে পুলিশে দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত