সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের সব অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি অভিযোগ করেন, গত চার বছরে বিচার বিভাগে যে পরিমাণ রাজনীতিকরণ হয়েছে, তা আগে কখনও হয়নি।
এই কারণেই সেসময় নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেলদের বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরও জানান, বিচার বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।