নজরুলের গান ও কাজ সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কবি নজরুল ইসলামের সমাধিসৌধ পর্যন্ত নজরুল র্যালির আয়োজনের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নজরুলের চেতনা বারবার সবাইকে উজ্জীবিত করে। তার কবিতা এবং গান ২৪ এর গণঅভ্যুত্থানেও প্রেরণা যুগিয়েছে। সামনে নজরুলকে নিয়ে আরও বিস্তর পরিসরে নজরুল ইনস্টিটিউটের কাজ হবে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা।
পরে র্যালিটি নজরুল ইসলামের সমাধিসৌধে গিয়ে শেষ হয়। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর জাতীয় কবি হিসেবে কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। এরপরই এই আনন্দ মিছিলের আয়োজন করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পক্ষ থেকে।