রাজধানীর উত্তরায় পাঁচতলা বাড়ি নিয়ে আইসিটি সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসুন্নাহার বেগম এবং তার ভাই শিশির আহমেদ শাহনেওয়াজের বসবাসের ক্ষেত্রে হাইকোর্টের নতুন রায়ে আইনগত বাধা আর নেই। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে হাইকোর্ট এ রায় দেয়, যার ফলে এখন তারা ওই বাড়িতে বসবাস করতে পারবেন।
হাইকোর্টের বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে রায়টি দেন। আইনজীবীরা জানান, এ রায়ের পর তুরিন আফরোজের মা ও ভাই শামসুন্নাহার বেগম ও শাহনেওয়াজের বাড়িতে বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।
এদিকে, ২০০২ সাল থেকে শামসুন্নাহার বেগম ও তার ছেলে শাহনেওয়াজ ওই বাড়িতে বসবাস করছিলেন। ২০১৭ সালে তুরিন আফরোজ তাদের বাড়ি থেকে বের করে দেন এবং তার পক্ষে বাড়ির মালিকানা দাবি করে মামলা দায়ের করা হয়। পরে ২০১8 সালের ১১ অক্টোবর ঢাকা জেলা আদালত ওই বাড়ি নিয়ে স্থিতাবস্থা আদেশ দেয়। ২০২৩ সালের জানুয়ারিতে জেলা জজ আদালত ওই আদেশ বহাল রাখলে, ২০২৩ সালের মার্চে শাহনেওয়াজ হাইকোর্টে রিভিশন দায়ের করেন।
আজকের রায়ে, হাইকোর্ট বিচারিক আদালতের আদেশ বাতিল করে, এই বিষয়ে আরও মামলা চলতে থাকবে।