বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাছির উদ্দিন নাছির সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ ও নাসিরুদ্দিন পাটোয়ারীকে উদ্দেশ্য করে প্রশ্ন তুলেছেন, তারা উপদেষ্টাদের মিটিং-এ কী প্রটোকলে গিয়েছিলেন। নাছির এই প্রশ্নটি তোলেন কারণ হাসনাত আবদুল্লাহ বিভিন্ন সভা ও সেমিনারে জ্ঞান দান করেন এবং ওয়াজ নসিহত করেন, কিন্তু উপদেষ্টাদের মিটিংয়ে তার উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক এবং হাসনাত আবদুল্লাহকে দায়ী করেন। নাছিরের অভিযোগ, হাসনাত আবদুল্লাহ ঢাকায় বসে হামলার মনিটরিং করেছেন এবং ওমর ফারুক হামলার নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে এবং সেই হামলায় বহু শিক্ষার্থী আহত হয়েছে।
নাছির ছাত্ররাজনীতি বন্ধের চেষ্টাকে ফ্যাসিবাদী মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছেন। তার মতে, ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া আন্তর্জাতিক আইন ও মৌলিক অধিকারের পরিপন্থি। তিনি বলেন, ছাত্ররাজনীতি নিষিদ্ধ হলে গোপন সংগঠনগুলোর তৎপরতা বাড়বে এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস হবে।
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, কুয়েটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের নেতারা যদি রাজনীতি করতে পারেন, তবে ছাত্রদল কেন রাজনীতি করতে পারবে না। তিনি ছাত্রদলের ঐক্য বজায় রাখতে চান এবং অপপ্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন বলে জানিয়েছেন।