২০১৪ ও ২০১৮ সালের দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ২২ জেলা প্রশাসক (ডিসি)কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এই সিদ্ধান্ত সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।
তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, এবং কিছু জায়গায় তা অগ্রহণযোগ্য ও ‘দিনের ভোট রাতে’ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এই সময়ের রিটার্নিং কর্মকর্তাদের সহযোগিতায় নির্বাচন সম্পন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনে তাদের ভূমিকা ছিল অত্যন্ত নেতিবাচক এবং কোনো একজন ডিসিও তখন প্রতিবাদ করেননি বা দায়িত্ব ছেড়ে দেননি।
সিনিয়র সচিব আরও জানান, এখন পর্যন্ত ৪৩ জন ডিসিকে (ওএসডি) করা হয়েছে, যাদের চাকরির বয়স ২৫ বছরের কম ছিল। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি, তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।