ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। ২০২০ সালে হঠাৎ করে রুপালি জগৎ থেকে সরে যান তিনি। দীর্ঘ চার বছরেরও বেশি সময় আড়ালে থাকার পর পারিবারিক বিষয় নিয়ে ফের আলোচনায় আসেন। সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি, জানিয়েছেন বিয়ে, সংসার ও মাতৃত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা।
পপি বলেন, "বিয়ের পর আমি নিজের মতো করে সংসার শুরু করেছি। স্বামীর সঙ্গে ধানমন্ডিতে আলাদা থাকি। সংসার টিকিয়ে রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছি। স্বামী যেমন চেয়েছে, তেমনভাবেই জীবন সাজিয়েছি। আমি আগেও বলেছি, বিয়ের পর সিনেমা ছেড়ে দেব। স্বামী না চাইলে আমি আর অভিনয়ে ফিরব না।"
তিনি আরও বলেন, "আমি হারিয়ে যাইনি, জীবন বাঁচানোর জন্য কিছুদিন আড়ালে ছিলাম। সামাজিকতার সব নিয়ম মেনেছি, আত্মীয়স্বজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। বাবার চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছি, ছোট ভাই দীপুও কিছুদিন আমার বাসায় ছিল। আব্বু বলেছিলেন, দীপু যেন আমার বাসায় না থাকে, পরে দেখলাম তার কথাই ঠিক হয়েছে।"
খোঁজ নিয়ে জানা গেছে, পপি ছয় বছর আগে জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। তাদের সংসারে আয়াত নামে এক পুত্রসন্তান রয়েছে। তবে আদনান উদ্দিন কামাল আগেও বিবাহিত ছিলেন, তার আগের সংসারে তিনটি সন্তান আছে।
এক বছর আগে পপির বিয়ে নিয়ে গুঞ্জন উঠলে আদনান উদ্দিন কামাল বলেছিলেন, "পপির সঙ্গে বিয়ের খবরে আমাকে রীতিমতো ভাইরাল করে দেওয়া হয়েছে। আমার স্ত্রী পুরো বিষয়টা বেশ উপভোগ করেছে।" তবে সময়ের পরিক্রমায় দেখা গেল, এখন পপির পাশেই আছেন কামাল।