যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে ‘বলিউড স্টাইলে’ স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সহযোগী এবং হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্ক্যাভিনো।সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রের ‘মালহারি’ গানে নাচের একটি ক্লিপ এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছেন স্ক্যাভিনো। যে ভিডিওতে ছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। তবে স্ক্যাভিনো এক্সে যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে রণবীর সিংয়ের মুখ প্রতিস্থাপিত করা হয়েছে কাশ প্যাটেলকে দিয়ে!
গানের ক্লিপটি মোটামুটিভাবে অনুবাদ করলে দাঁড়ায়, ‘আসুন সুখের গান বাজাই... আমরা আমাদের শত্রুদের চূর্ণ করেছি’।ভিডিওটির ক্যাপশনে এফবিআই-এর নতুন প্রধানকে (কাশ প্যাটেল) অভিনন্দন জানিয়েছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ।
উল্লেখ্য, এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে কাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়। প্রতিবেদন মতে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে কাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্যাটেল।