আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই বই মেলা শুরু হয়েছে। তবে ক্রেতা থাকলেও বিক্রি কম বলে জানালেন প্রকাশকরা।স্টল মালিক ও বিক্রয়কর্মীরা জানান, সকালে অনেকটা অবসরেই সময় কেটেছে তাদের। তবে বিকেল নাগাদ বিক্রি বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থী ও পাঠকদের কথা বিবেচনা করে আজ অমর একুশে বইমেলার শুরু হয়েছে সকাল ৭টায়। যা চলবে রাত ৯টা পর্যন্ত। কিন্তু সকালে দর্শনার্থী-পাঠকদের উপস্থিতি তেমন একটা চোখে পড়েনি। অনেকটা ফাঁকাই ছিল বইমেলা। অধিকাংশ বিক্রয়কর্মী ও স্টল মালিকেরা ফাকা স্টলে বসেই পার করেছেন সময়। অল্প কিছু দর্শনার্থী ঘুরাঘুরি করছেন, কেউ আবার ছবি তুলছেন। তবে বই বিক্রি হচ্ছে কম। দুপুরের পর থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে।
ইত্যাদি গ্রন্থ প্রকাশ-এর বিক্রয় কর্মী মো.ফারুক হোসেন বলেন, ‘সকালে ক্রেতা কম ছিল। বিক্রি হয়নি বললেই চলে।’মেলায় ঘুরতে আসা রকিব নামের একজন দর্শনার্থী বলেন, ‘শহীদ মিনারে এসেছিলাম। ভাবলাম বই মেলাতেও ঘুরে যাই। এসে একটা বই পছন্দ হলো, কিনলাম। এখন চলে যাবো।’জানা গেছে, এবারের বইমেলায় অংশ নিয়েছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান। গত বছর এ সংখ্যা ছিল ৬৩৫।এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে রয়েছে ৬০৯টি প্রতিষ্ঠান। মোট ৩৭টি প্যাভিলিয়নের ৩৬টিই সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলা একাডেমি প্রাঙ্গণে রয়েছে ১টি।
মেলা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে ছুটির দিন বইমেলা চলছে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।