বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি গোপনে বিয়ে করেছেন — এমন গুঞ্জনে সরগরম বিনোদন দুনিয়া। জানা গেছে, মার্কিন ব্যবসায়ী টনি বেগ-এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই অভিনেত্রী।
বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি নতুন জল্পনা ছড়িয়েছে। একটি ছবিতে দেখা যায়, বিয়ের কেকের ওপরে ইংরেজিতে লেখা "Happy Marriage"। আরেকটি ছবিতে নারগিসের হাতে স্পষ্ট ওয়েডিং রিং দেখা গেছে।
ভারতীয় গণমাধ্যমের দাবি, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গত সপ্তাহে। নবদম্পতি বর্তমানে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় রয়েছেন। বিয়ের অনুষ্ঠানটি নাকি হয়েছে ক্যালিফোর্নিয়ার একটি বিলাসবহুল হোটেলে।
এর আগেও নারগিসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছিল। একসময় বলিউড অভিনেতা উদয় চোপড়া-এর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সম্পর্ক ভাঙার পর, কাশ্মীরি বংশোদ্ভূত ব্যবসায়ী টনি বেগের সঙ্গে ডেট করছেন বলে খবর ছড়ায়।
তবে ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় যেমনই হোক, পেশাদার জীবনে বেশ ভালো সময় কাটাচ্ছেন নারগিস। তার অভিনীত ‘হরি হর বীরা মাল্লু: পার্ট ওয়ান’ এবং ‘হাউজফুল ফাইভ’ সিনেমা দুটো মুক্তির অপেক্ষায় রয়েছে।
Mytv Online