সৌদি আরবের আল-জওফ প্রদেশের কুরাইয়াত শহরের একটি মরুভূমিতে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম গালফ নিউজে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মরুভূমিতে শীত থেকে বাঁচতে তাঁবুর মধ্যে কয়লা জ্বালানোর ফলে ওই দম্পতি বিষক্রিয়ায় আক্রান্ত হন এবং তাদের মৃত্যু হয়।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, রাতের বেলা শীতের হাত থেকে রক্ষা পেতে তাঁবুর ভিতরে কয়লা জ্বালানো হয়েছিল। এর ফলে নির্গত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কাবলেন আল-শারারি ও তার স্ত্রী, যারা সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে সাকাকার পূর্বাঞ্চলের মরুভূমিতে ট্রাফল সংগ্রহ এবং রাত্রিযাপন করতে গিয়েছিলেন।
কয়লা জ্বালানোর কারণে তাঁবুর ভিতরে বিপজ্জনক পরিমাণে কার্বন মনোক্সাইড জমে যায়। কার্বন মনোক্সাইড গন্ধহীন এবং বর্ণহীন হওয়ায়, দম্পতি বিষক্রিয়ায় আক্রান্ত হওয়া সত্ত্বেও তা বুঝতে পারেননি।