বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর চাপ থাকা সত্ত্বেও সরকার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির পরিমাণ প্রায় ৪২ হাজার কোটি টাকা। তিনি শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় এক ওয়ার্কশপে এসব কথা বলেন।
তিনি আরও জানান, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না এবং বিদ্যুতের অপচয় বন্ধ হলে লোডশেডিং এর সমস্যা থাকবে না। এছাড়াও, সেচের বিদ্যুৎ বন্ধ না করার পরামর্শ দেন তিনি।
দেশের উন্নতির জন্য নিরাপদ আশ্রয়ে বসে থাকার চেয়ে কাজ করার ওপর জোর দেন ফাওজুল কবির খান। তিনি বলেন, “সব বাধা ডিঙিয়ে আমাদের কাজ করতে হবে।” পাশাপাশি, তিনি উল্লেখ করেন যে, জুলাইয়ে অভ্যুত্থান হওয়ার পরেও দেশের উন্নয়নের জন্য আরও দায়িত্বশীল হতে হবে।
ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) সম্পর্কে মন্তব্য করে তিনি বলেন, প্রতিষ্ঠানটি এখন অকার্যকর হয়ে পড়েছে এবং তাদের কোনও লক্ষ্যমাত্রা নেই। তিনি এ সময় ইডকল কর্মকর্তাদের প্রকল্প এলাকাগুলোতে গিয়ে কাজ করার আহ্বান জানান।