চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে মহিউদ্দিন (৪০) নামের এক প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম৷নিহত মহিউদ্দিন উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের সন্তান৷স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ইছাখালী এলাকার মহিউদ্দিন শুক্রবার সকাল ১০টায় ১৫ বছর পর ওমান থেকে দেশে ফিরেন৷ রাতে তার বোনের শ্বশুর বাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয়া নিয়ে কথা কাটাকাটি হয়। মূলত এত বছর পর ভাই দেশে আসার খবর শুনে শুক্রবার সকালে বাবার বাড়িতে গিয়েছিলেন মহিউদ্দিনের বোন। এ নিয়েই ঝামেলার সূত্রপাত হয়। এসময় তার বোনের স্বামী শরীফ ও তার বাবা মিছিল আহম্মেদের সঙ্গে মহিউদ্দিনের হাতাহাতি হয়। এক পর্যায়ে তা রূপ নেয় মারামারিরে৷ এতে মহিউদ্দিন গুরুতর আহত হন। পরে রাত ১১টার দিকে স্থানীয়রা মহিউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিম বলেন, মহিউদ্দিন নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল৷ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ শনাক্ত করা সম্ভব হয়নি৷ শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি৷ ময়নাতদন্ত করলে মৃত্যুর কারণ জানা যাবে৷ জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, 'লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত শরীফকে আটক করতে পুলিশের একটি টিম গেলেও তাকে খুঁজে যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷'