ঢাকা , বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ , ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাশেদ খান টানা সপ্তমবার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল এসএমসি ওরস্যালাইন বেরোবিতে শহীদ আবরার ফাহাদ ও শহীদ ওসমান হাদির নামে দুটি একাডেমিক ভবন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার ওসমান হাদির বোন পাচ্ছেন অস্ত্রের লাইসেন্স ও গানম্যান ওসমান হাদি হত্যা: ইনকিলাব মঞ্চের নতুন ৩ দফা ঘোষণা উঠানে বাবার মরদেহ, সম্পত্তির দাবিতে দাফন কাজে সন্তানদের বাধা ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে পিটিয়ে হত্যার অভিযোগ ২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান, বহনকারী বিমানের ২ কেবিন ক্রু বদল আর্থিক সহায়তা বা অনুদান নয়, অসমাপ্ত বিপ্লব সমাপ্ত করতে চাই: ওসমান হাদির ভাই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ: বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ ভারতের অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা’র ব্যানারে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ সহজ ধাপে ঘরে বসেই ই-পাসপোর্ট; জেনে নিন কৌশল পায়ের ফাঁকে বালিশ দিয়ে ঘুমালে কী হয় হাদির কবরে মাটি দিয়েই কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ হাদির শেষ বিদায়ে আজহারির আবেগঘন স্ট্যাটাস ওসমান হাদি হত্যা: ঢাকার সঙ্গে সরাসরি আলোচনায় দিল্লির আগ্রহ হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব

ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "একমাত্র বিএনপিই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। জনগণ ও দেশই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সুযোগ পেলে বিএনপি সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে।"

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, "বিএনপি কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে না। বিভ্রান্ত হয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে, দলের পক্ষ থেকে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচনই দেশ পুনর্গঠনের প্রথম ধাপ।"

তিনি আরও বলেন, "স্বৈরাচারবিরোধী আন্দোলনের ১৭ বছরে আমরা বহু চড়াই-উতরাই পার হয়েছি। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। দেশের স্বার্থে, জনগণের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকলেও আলোচনা করে সমাধান খুঁজতে হবে।"

তারেক রহমান ৩১ দফা রূপরেখার কথা তুলে ধরে বলেন, "শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাত পুনর্গঠনের স্পষ্ট পরিকল্পনা রয়েছে বিএনপির। দেশকে মানবিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রে পরিণত করাই আমাদের অঙ্গীকার।"

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় শাখার নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি।

সম্মেলনে বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক আন্দোলন ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সার্বিকভাবে এই সম্মেলন বিএনপির ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও শক্তিশালী করার বার্তা দেয়।

কমেন্ট বক্স
খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার

খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমিয়েছে সরকার