ঢাকা , মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ , ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের আবেগঘন পোস্ট পুলিশের নতুন ইউনিফর্ম : ভেতরে-বাইরে মিশ্র আলোচনা কার বিরুদ্ধে কী আদেশ দিলেন ট্র্যাইব্যুনাল সহিংসতার ষড়যন্ত্র সফল হবে না: পরিবেশ উপদেষ্টা ধানমন্ডি ৩২ ভাঙতে এক্সকাভেটর নিয়ে ছাত্রজনতা, উত্তেজনা চরমে শেখ হাসিনার রায় -ঢাকায় নিরাপত্তা জোরদার, তল্লাশি-চেকপোস্ট ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারবার্গ ভাইরাস শনাক্ত, কীভাবে ছড়ায়? ড্রামের ভেতর পাওয়া মরদেহের রংপুরে দাফন সকালে চা নাকি কফি, কোনটা আপনার জন্য ভালো? মঙ্গল অভিযানে নাসার দুই মহাকাশযান অঙ্গীকার করেছিলাম, যত শক্তিশালী হোক না কেন, প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে: তাজুল ইসলাম যে চার বিষয়ে হবে গণভোট, একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত দেশে এই মুহূর্তে গৃহযুদ্ধের ভাব বিরাজ করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ লঙ্ঘিত হয়েছে: সালাহউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক সন্ধ্যায় গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে: প্রধান উপদেষ্টা অস্কার মনোনীত অভিনেত্রী স্যালি কার্কল্যান্ড মারা গেছেন প্রতিদিন কতটুকু চা খাওয়া যাবে? রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াতসহ ৮ দলের আল-কায়েদার সাথে সম্পর্ক এখন অতীত: সিরিয়ার প্রেসিডেন্ট

ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "একমাত্র বিএনপিই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। জনগণ ও দেশই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সুযোগ পেলে বিএনপি সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে।"

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, "বিএনপি কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে না। বিভ্রান্ত হয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে, দলের পক্ষ থেকে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচনই দেশ পুনর্গঠনের প্রথম ধাপ।"

তিনি আরও বলেন, "স্বৈরাচারবিরোধী আন্দোলনের ১৭ বছরে আমরা বহু চড়াই-উতরাই পার হয়েছি। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। দেশের স্বার্থে, জনগণের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকলেও আলোচনা করে সমাধান খুঁজতে হবে।"

তারেক রহমান ৩১ দফা রূপরেখার কথা তুলে ধরে বলেন, "শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাত পুনর্গঠনের স্পষ্ট পরিকল্পনা রয়েছে বিএনপির। দেশকে মানবিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রে পরিণত করাই আমাদের অঙ্গীকার।"

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় শাখার নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি।

সম্মেলনে বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক আন্দোলন ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সার্বিকভাবে এই সম্মেলন বিএনপির ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও শক্তিশালী করার বার্তা দেয়।

কমেন্ট বক্স
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের আবেগঘন পোস্ট

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের আবেগঘন পোস্ট