ঢাকা , বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ , ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন গায়ক আসিফ আকবর ৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য ৩৫ বছর বয়সী নারীকে ৭৫-এর বৃদ্ধের বিয়ে, সকালেই মৃত্যু যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড কি-বোর্ডে অক্ষরগুলো এলোমেলো থাকে কেন? যে রহস্য জানেন না অনেকেই একই আঙিনায় মসজিদ-মন্দির, দেড় শতাব্দী ধরে নির্বিঘ্নে চলছে ধর্ম চর্চা ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো গান্ধী ও মোদি সন্ত্রাসী গাজা নিয়ে ট্রাম্পের বৃহৎ পরিকল্পনার বিষয়ে যে বার্তা দিলো স্বাধীনতাকামী গোষ্ঠী আত্মঘাতী হামলায় পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অন্তত ২৫ পাসপোর্ট ফেরত পাচ্ছেন না মেঘনা আলম ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি : সালাহউদ্দিন পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক পলাতক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে যা বললেন উপাচার্য দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা

ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান

  • আপলোড সময় : ২২-০২-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৫ ০৩:১১:৫৯ অপরাহ্ন
ভেঙে পড়া রাষ্ট্রকে গঠন বিএনপির পক্ষে সম্ভব : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "একমাত্র বিএনপিই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে দেশ পুনর্গঠনের কথা বলেছে এবং ৩১ দফা ঘোষণা করেছে। জনগণ ও দেশই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। সুযোগ পেলে বিএনপি সবার আগে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করবে।"

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত যশোর জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, "বিএনপি কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে না। বিভ্রান্ত হয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে, দলের পক্ষ থেকে আগেও ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। দ্রুততম সময়ে স্বচ্ছ নির্বাচনই দেশ পুনর্গঠনের প্রথম ধাপ।"

তিনি আরও বলেন, "স্বৈরাচারবিরোধী আন্দোলনের ১৭ বছরে আমরা বহু চড়াই-উতরাই পার হয়েছি। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। দেশের স্বার্থে, জনগণের কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকলেও আলোচনা করে সমাধান খুঁজতে হবে।"

তারেক রহমান ৩১ দফা রূপরেখার কথা তুলে ধরে বলেন, "শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাত পুনর্গঠনের স্পষ্ট পরিকল্পনা রয়েছে বিএনপির। দেশকে মানবিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রে পরিণত করাই আমাদের অঙ্গীকার।"

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় শাখার নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি।

সম্মেলনে বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক আন্দোলন ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সার্বিকভাবে এই সম্মেলন বিএনপির ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনা আরও শক্তিশালী করার বার্তা দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন গায়ক আসিফ আকবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন গায়ক আসিফ আকবর