বাংলাদেশের সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্যরা সম্প্রতি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করেছেন।
শনিবার, ২ নভেম্বর, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন দলের অর্জিত ট্রফি ড. ইউনূসের সামনে উপস্থাপন করেন এবং তার হাতে একটি স্মারক জার্সি তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ২৩ সদস্যের নারী ফুটবল দলের সঙ্গে ম্যানেজার মাহফুজা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলারও উপস্থিত ছিলেন। তবে, এই কন্টিনজেন্টের মোট সদস্য সংখ্যা ছিল ৩২ জন। অনুষ্ঠানের এক পর্যায়ে ড. ইউনূস নারী ফুটবল দলের সদস্যদের সাথে ছবি তুলেন।
এর আগে, নেপালে দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে হারিয়ে দেশে ফিরে ছাদখোলা বাসে সংবর্ধনা পান সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ফুটবল দল। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত ছাদখোলা বাসে তাদের সংবর্ধনা দেয়া হয়।
বাফুফে ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তাদের জন্য ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন এবং সাবিনার হাতে একটি ডামি চেকও তুলে দেন।
এটি বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য একটি বড় প্রাপ্তি এবং ক্রীড়াঙ্গনে তাদের অবদানকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।