নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ইব্রাহিম মিয়া নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইব্রাহিম উপজেলার জয়রামপুর গ্রামের মহব্বত আলীর ছেলে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজ বাড়ির পাশের লিচু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা মহব্বত আলী জানান, শুক্রবার বিকেলে ইব্রাহিম নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। অবশেষে শনিবার সকালে বাড়ির পাশের লিচু বাগানে ছেলের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
কান্নাজড়িত কণ্ঠে মহব্বত আলী বলেন, “আমার ছেলে কারো কোনো ক্ষতি করেনি। যারা এই নির্মম কাজ করেছে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমি ন্যায়বিচার চাই।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।
এই নৃশংস ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইব্রাহিমের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে এলাকাবাসী বলেন, “এমন ঘটনা যেন আর না ঘটে, তার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে।”