তুরস্কে বাংলাদেশ দূতাবাস আঙ্কারার আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে তিনটি পর্বে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫’ পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রথম পর্বে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণী পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।
দ্বিতীয় পর্বে ‘ইউজে ইন্টারন্যাশনাল স্কুল’ এ শোভাযাত্রার মাধ্যমে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্কুল কর্তৃপক্ষ অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত তার বক্তব্যে ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার গুরুত্বের কথা উল্লেখ করেন।
তৃতীয় পর্বে দূতাবাস প্রাঙ্গণে এবং ‘বিজয় ৭১ মিলনায়তনে’ শোভাযাত্রা শেষে স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রদূত, প্রতিরক্ষা উপদেষ্টা এবং প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া ভাষা আন্দোলন ও জুলাই বিপ্লবের ওপর চিত্রাঙ্কন প্রদর্শনী এবং বাংলাদেশি পিঠা প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তি এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথিদের আপ্যায়নের মাধ্যমে হয়।