প্রবাসী ভোটারদের সেবা বাড়াতে কর্মকর্তাদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় এনআইডি ডিজি এই পরামর্শ দেন। তিনি বলেন, অনলাইন সার্ভিসের ব্যাপারে কার্যকর প্রচার-প্রচারণার উদ্যোগ নিতে হবে এবং ভোটার তালিকা ও এনআইডি সংক্রান্ত প্রচারণার জন্য আরও উদ্ভাবনমূলক ও হৃদয়গ্রাহী পদ্ধতি প্রয়োগ করতে হবে।
এছাড়া প্রবাসী ভোটারদের সেবা বৃদ্ধির জন্য আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি। নির্বাচন কমিশন বর্তমানে ৪০টি দেশে জাতীয় পরিচয়পত্র সেবা চালুর পরিকল্পনা নিয়েছে। বর্তমানে সাতটি দেশে এই সেবা চালু রয়েছে, আর ভবিষ্যতে অন্যান্য দেশেও এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি দেশে স্মার্টকার্ড বিতরণও শুরু হয়েছে। পরবর্তী সময়ে ওমান, বাহরাইন, জর্দান, সিংগাপুর, লেবানন, লিবিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, মালদ্বীপে এনআইডি কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।
২০১৯ সালে কেএম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগ নেয় এবং পরবর্তীতে ২০২০ সালে যুক্তরাজ্যে অনলাইনে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।