রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি জানিয়েছেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজি বন্ধ হওয়ায় কিছু অপরাধী চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়াচ্ছে। আসন্ন রমজানে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।
শনিবার দিবাগত রাতে রাজধানীর ডেমরার মাতুয়াইলে একটি চেকপোস্ট পরিদর্শনকালে র্যাবের মহাপরিচালক বলেন, “আগে কিছু অপরাধী রাজনৈতিক ছত্রছায়ায় চাঁদাবাজির মতো কর্মকাণ্ড চালাত। সেই সুযোগ কমে যাওয়ায় তারা এখন চুরি, ছিনতাই কিংবা ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে।”
তিনি আরও বলেন, “রমজানে সাধারণত অপরাধ প্রবণতা বাড়ে। তাই নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ও পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত র্যাবকে জানাতে সবাইকে অনুরোধ করছি।”
আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন একেএম শহিদুর রহমান। তিনি বলেন, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে র্যাব।”