মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির নতুন তারিখ ২৫ ফেব্রুয়ারি ধার্য করেছেন আপিল বিভাগ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ নতুন দিন নির্ধারণ করেন। অ্যাটর্নি জেনারেল মো. আছাদুজ্জামান ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দ্রুত শুনানির আবেদন করলে আদালত এই সিদ্ধান্ত দেন।
এর আগে, ২০ ফেব্রুয়ারি শুনানি তালিকায় থাকলেও তা হয়নি। ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগে রিভিউ আবেদন করেন আজহারুল ইসলাম। ২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন।
এদিকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, ২৫ ফেব্রুয়ারির মধ্যে আজহারুল ইসলামকে মুক্তি না দিলে ৩ কোটি নেতা-কর্মীকে কারাগারে নিতে প্রস্তুত থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে।
রিভিউ শুনানির ফলাফলের ওপর আজহারুল ইসলামের ভবিষ্যৎ নির্ভর করছে।