ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা এখন ‘সঙ্কটজনক’ বলে জানিয়েছে ভ্যাটিকান।হাঁপানি, নিউমোনিয়াসহ আরো বেশকিছু শারীরিক জাটিলতা নিয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি হাসপাতাল ভর্তি রয়েছেন।
শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, অবস্থা এখনো সঙ্কটজনক। পোপ বিপদমুক্ত নন।প্লাটিলেট কমে যাওয়ায় পোপকে রক্তও দিতে হয়েছে বলে জানানো হয়েছে।যদিও এত অসুস্থতার মধ্যেও ৮৮ বছর বয়সী এই ধর্মগুরু সজাগ রয়েছেন। এমনকি তিনি চেয়ারেও বসতে পারছেন।
তবে নিঃশ্বাস নেয়ার জন্য তাকে ‘উচ্চমাত্রায়’ অক্সিজেন দিতে হচ্ছে।এর আগে, পোপ ফ্রান্সিসের ফুসফুসে ‘জটিল সংক্রমণ’ ধরা পড়েছিল। বর্তমানে তিনি রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্র : বিবিসি
Mytv Online