সরকার জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে:
- ১৩,২০২ জন আবাসিক আইন লঙ্ঘন করেছেন।
- ৪,৯১১ জন অবৈধভাবে সীমান্ত পার হয়েছেন।
- ৩,১০৯ জন শ্রম আইন ভেঙেছেন।
এ ছাড়া, অবৈধভাবে সৌদিতে প্রবেশের দায়ে ১,৩৭৬ জন ধরা পড়েছেন। তাদের মধ্যে ৫৮% ইথিওপিয়ান, ৪০% ইয়েমেনি এবং ২% অন্যান্য দেশের নাগরিক।
পালানোর সময় ৮৬ জন ও পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২২ জন গ্রেপ্তার হয়েছেন।
এর আগে, ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলা অভিযানে আরও ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে: অবৈধ প্রবাসীদের আশ্রয় বা পরিবহন দিলে ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে।