আগামী ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, উপযুক্ত সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
আজ রোববার, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব তথ্য জানান।
আনোয়ারুল ইসলাম বলেন, “ডিসেম্বরে নির্বাচন করার লক্ষ্য নিয়ে কাজ করছি। তবে তফসিল কারও সুবিধা দেখে নয়, যৌক্তিক সময়েই ঘোষণা করা হবে।”
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই, এবং কমিশন কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না।