অভিনেতা আজিজুর রহমান আজাদ রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর আশুলিয়ায় তার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও সাংবাদিক জাহিদুর রহমান। তিনি বেলা দুইটার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ।’’
এই পোস্টের পর, অনেকেই মন্তব্য করে জানতে চান, ঘটনাটি কি নাটকের দৃশ্য? এর জবাবে সাংবাদিক জাহিদুর রহমান জানান, ‘‘না, ঘটনাটি বাস্তব। আজাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।’’
আরেকটি মন্তব্যে উম্মে আইমান হোসেন নামের একজন নেটিজেন আরও বিস্তারিত জানান। তিনি লেখেন, ‘‘আজ ভোর রাতে এই অভিনেতার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল দূর্বৃত্ত প্রবেশ করে। ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আজাদ।’’
তবে এই ঘটনায় শোবিজের অন্য কোনো তারকা বা সূত্র থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, অভিনেতা আজিজুর রহমান আজাদ কয়েকটি নাটকে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেছেন।