রোহিঙ্গা সংকট সমাধানসহ মিয়ানমারের পরিস্থিতি ঠিক রাখতে প্রতিবেশী রাষ্ট্র, বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী লড়াইকারী সব পক্ষের সঙ্গেই জাতিসংঘ আলোচনা করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মিয়ানমার বিষয়ক দূত, জুলি বিশপ।
তিনদিনের সফরে ঢাকা এসে রোববার দুপুরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং বৈঠক করেন উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে। বৈঠক শেষে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ বলেন, রোহিঙ্গা সংকট সমাধান খোঁজার জন্য তিনি বাংলাদেশে এসেছেন।
তিনি বলেন, ‘‘রোহিঙ্গা সংকট নিরসনে ও সমাধান খুঁজতে যাদের স্বার্থ রক্ষা হবে, তাদের সবার সাথে আলোচনা চলছে।’’ এছাড়া, তিনি জানান, রোহিঙ্গাদের বিষয়ে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে কাজ করতে চায় মিয়ানমার।