ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে: সিইসি বিধিনিষেধের পরও মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই: আসিফ নজরুল দেশকে এখন আমেরিকা মনে হয় তাঁর ছিনতাইরোধে শিগগির মাঠে নামবে বিশেষায়িত ইউনিট: আইজিপি নিজেকে গ্রেপ্তারের আহ্বান জানালেন জামায়াত আমির সম্প্রচারের অনুমতি পেল চ্যানেল ওয়ান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদী বরখাস্ত বোমা হামলার হুমকি, দিল্লিগামী ফ্লাইটের রোমে জরুরি অবতরণ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেবে নেপাল এলিফ্যান্ট রোড থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, হেফাজতে বুয়েট শিক্ষার্থী আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ’ আমি একনায়ক নই যুদ্ধের তিন বছরে যেভাবে বদলে গেছে ইউক্রেইন সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা মেহজাবীন-আদনানের বিয়ে আজ রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের দাবি জার্মান ভোটারদের কাছে গুরুত্ব পাচ্ছে অভিবাসন-অর্থনৈতিক নীতি

সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন
সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নত হবে; অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমি বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছি, তারা টহল কার্যক্রম আরো বাড়াবে।

আগামীকাল (সোমবার) থেকে যেন কোথাও কিছু না ঘটে এজন্য তারা ব্যবস্থা নেবে। বাহিনীগুলো যদি এটা ভালোভাবে কার্যকর করতে না পারে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নেব।
দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশবাসীকে আশ্বস্ত করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে, অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেবো না।

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থাতেই ছাড় দেবো না। তাদের কাছে প্রচুর টাকা। এই টাকা তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। তারা কোনোভাবেই সফল হবে না।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রসঙ্গে তিনি বলেন, তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর কোনো পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে।

একই প্রসঙ্গে তিনি বলেন, আমার মা–বোনদের ভয়ের কোনো কারণ নেই।তাঁদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন (সচেতন) এবং তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে আমরা সব সময় সজাগ আছি। আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে সব সময় সজাগ আছে।

কমেন্ট বক্স