ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের গুঞ্জন উর্বশী রাউতেলার জাতীয় নির্বাচনের তফসিল অক্টোবরে: সিইসি বিধিনিষেধের পরও মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা পরিস্থিতি উত্তরণে আন্তরিকতার ঘাটতি নেই: আসিফ নজরুল দেশকে এখন আমেরিকা মনে হয় তাঁর ছিনতাইরোধে শিগগির মাঠে নামবে বিশেষায়িত ইউনিট: আইজিপি নিজেকে গ্রেপ্তারের আহ্বান জানালেন জামায়াত আমির সম্প্রচারের অনুমতি পেল চ্যানেল ওয়ান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব ও মেহেদী বরখাস্ত বোমা হামলার হুমকি, দিল্লিগামী ফ্লাইটের রোমে জরুরি অবতরণ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেবে নেপাল এলিফ্যান্ট রোড থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, হেফাজতে বুয়েট শিক্ষার্থী আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ’ আমি একনায়ক নই যুদ্ধের তিন বছরে যেভাবে বদলে গেছে ইউক্রেইন সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা মেহজাবীন-আদনানের বিয়ে আজ রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের দাবি

আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ’

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১১:০১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১১:০১:৩২ পূর্বাহ্ন
আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ’
ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ সিনিয়র ফুটবলার। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নতুন আরও তিনজন। এদের বাদ দিয়েই নতুন দল গঠন করেছেন ব্রিটিশ কোচ। এই নতুন বাংলাদেশকে নিয়েই আজ তিনি রওনা হচ্ছেন আরব আমিরাতে। উদ্দেশ্য স্বাগতিকদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলা। বুধবার ফিফা প্রীতি ম্যাচ এবং ২ মার্চ সাধারণ একটি প্রীতি ম্যাচ খেলবেন আফঈদা খন্দকাররা।দুটি সাফ জেতা দলের অনেক ফুটবলারই নেই দলে। সেই অভাবটা অনুভব হওয়ারই কথা। কিন্তু গতকাল রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সফরে সাবিনাদের অভাব অনুভব করবেন না বলেই জানান অধিনায়ক আফঈদা ‘আমি অভাব অনুভব করছি না।’

তিনি যোগ করেন, ‘আমি অভাব অনুভব করছি না। কারণ আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সঙ্গে খেলেছি। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে একই সঙ্গে খেলেছি আমরা। সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছে, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি।’আফঈদা আরও বলেন, ‘আমাদের সবার একই রকম অভিজ্ঞতা হয়তো নেই, কম-বেশি থাকতে পারে। তারা (সিনিয়ররা) হয়তো অনেক বেশি ম্যাচ খেলেছে, আমরা হয়তো কম খেলেছি। কিন্তু তাদের মতোই আমরা অনুশীলন করেছি।’ 

বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে আফঈদার। এই প্রথম তিনি জাতীয় দলের নেতৃত্ব দেবেন। নেতার মতোই দলকে আগলে রাখার ব্যাপারে আশাবাদী এই ডিফেন্ডার বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্ব করেছি। ওই দলের বেশির ভাগ খেলোয়াড় এখানে রয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি দলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। পেছন থেকে তাদের সমর্থন দিয়ে যাব। ইনশাআল্লাহ আমি সেই চেষ্টা করব।আফঈদার দলে আছেন সাফজয়ী আটজন। বাকি ২৩ জনের মধ্যে ৯ জন একেবারেই নতুন।

কমেন্ট বক্স