চলতি বছরের জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
নেপালি সংবাদমাধ্যম নেপাল মনিটর-এর প্রতিবেদনে জানানো হয়, গত বছর বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ রপ্তানি নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নেপালে উৎপাদিত বিদ্যুৎ ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে পৌঁছাবে।
এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি জানিয়েছেন, ‘আমাদের উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে রপ্তানিও বাড়ানো হবে। এতে উভয় দেশই লাভবান হবে।’
বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে ২০২৩ সালের ৩ অক্টোবর বিদ্যুৎ রপ্তানিচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।
অন্যদিকে, ভারতের আদানি পাওয়ার জানিয়েছে, তারা কয়েক দিনের মধ্যেই ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পুরোদমে শুরু করবে। গত তিন মাস ধরে সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকলেও এবার পুরো ক্ষমতায় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।
তবে, বাংলাদেশ থেকে অনুরোধ করা ছাড় ও কর সুবিধা দেওয়ার বিষয়টি আদানি পাওয়ার প্রত্যাখ্যান করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
বিদ্যুৎ সরবরাহ নিয়ে এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।
Mytv Online