দীর্ঘ ১৫ বছর পর সম্প্রচারের অনুমতি পেল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
চ্যানেল ওয়ানের আইনজীবীরা জানিয়েছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেলটির তরঙ্গ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা স্থগিত করেছেন আদালত। ফলে সম্প্রচারে আর কোনো বাধা নেই চ্যানেল ওয়ানের।
চ্যানেল ওয়ানের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রায় দেড় দশক পর চলতি বছরের ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত চ্যানেল ওয়ানকে আপিল দায়েরের অনুমতি দেয়।
উল্লেখ্য, ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যার সংবাদের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাতিল করে। পরবর্তীতে হাইকোর্টে করা মামলার আবেদনও খারিজ হয়।
সে সময় তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, টেলিযোগাযোগ আইন লঙ্ঘন করে চ্যানেল ওয়ান তাদের সম্প্রচার যন্ত্রপাতি ব্যাংকে বন্ধক রেখে পরবর্তীতে নিলামে বিক্রি করে দেয়। এই কারণেই সরকার চ্যানেলটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল।
তবে সর্বশেষ আদালতের রায়ে চ্যানেল ওয়ান আবারও সম্প্রচারের অনুমতি পেল।