‘গেম অব থ্রোনস’ ভক্তদের জন্য দারুণ খবর হলো, এবার প্রিয় সিরিজটি নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছে ওয়ার্নার ব্রো’স। এটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, যেখানে স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে, যদিও এখনো কোনো পরিচালক, অভিনেতা বা চিত্রনাট্যকার চূড়ান্ত করা হয়নি।
এটি মূল সিরিজের প্রথমবারের মতো সিনেমায় পরিণত হওয়ার ঘটনা নয়। ২০১৪ সালে ফ্র্যাঞ্চাইজিটির লেখক জর্জ আর আর মার্টিন নিজেও ‘গেম অব থ্রোনস’ নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব দিয়েছিলেন, যা তখন এইচবিও গ্রহণ করেনি। তবে সিরিজটির অমর জনপ্রিয়তার কারণে নির্মাতারা অবশেষে সিনেমা নির্মাণের দিকে ঝুঁকেছে।
মূল সিরিজের প্রিক্যুয়েল হিসেবে ইতোমধ্যেই ‘হাউস অব দ্য ড্রাগন’ প্রচারিত হয়েছে এবং এর দ্বিতীয় সিজন শেষ হয়েছে।
বর্তমানে সিরিজটির তৃতীয় সিজনের ঘোষণা আসার পাশাপাশি আরো দুটি প্রকল্প, ‘টেন থাউজেন্ড শিপস’ এবং ‘অ্যা নাইট অব দ্য সেভেন কিংডমস,’ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর মধ্যে কিছু প্রকল্প বাদ পড়লেও, নতুন এই সিনেমা এবং সিরিজগুলো ফ্র্যাঞ্চাইজির আকর্ষণকে আরও বাড়িয়ে তুলবে।
Mytv Online