ঢাকা , মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ , ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে শান্তিপূর্ণ জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান কুমারখালীতে দুই কবর থেকে কঙ্কাল চুরি! সুদের টাকার বিষয়ে শাহরুখের গোপন তথ্য ফাঁস রমজানে লোডশেডিং কমাতে এলএনজি আমদানির সিদ্ধান্ত তত্ত্বাবধায়ক আমলে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ ভোটারকে ঘুষি মারার জেরে ব্রিটিশ এমপির কারাদণ্ড জাতিসংঘে রাশিয়ার পক্ষে ভোট দিলো যুক্তরাষ্ট্র গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র ‘হাসিনার নেতৃত্বে আ.লীগ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হত্যাযজ্ঞ চলে’ জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ফের বুধবার ছবির মতোই হোক এই বন্ধন : জয় আবদুল্লাহ আল নোমানের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি: তথ্য উপদেষ্টা জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন প্রেস সচিব শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ বনানী সামরিক কবরস্থানে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা জাতীয় শহীদ সেনা দিবস আজ বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই অভিযানে কোনো বাহিনীর সদস্যের গাফিলতি পেলে ছাড় দেওয়া হবে না ক্ষমতাসীন দলের সাথে তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন প্রাক্তন ফুটবল তারকা ওজিল ছাত্রদল-শিবিরের রেষারেষি কাম্য নয়: রিজভী

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান আর নেই

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১০:৪২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১০:৪২:০৬ পূর্বাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান ও  সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান  আর নেই
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আবদুল্লাহ আল নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়েন নোমান। দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা ও দাফনের বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে চট্টগ্রামের কোতোয়ালি এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রথম মেয়াদে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং ২০০১ সালে খাদ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ষাটের দশকে ছাত্র ইউনিয়নের মাধ্যমে রাজনীতিতে আসা নোমান হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চট্টগ্রামে মেননপন্থি ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দেন তিনি। ছাত্রজীবন শেষে মওলানা ভাসানীর হাত ধরে শ্রমিক রাজনীতিতে যুক্ত হন এবং পূর্ববাংলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পর ন্যাপের রাজনীতিতে ফের সক্রিয় হন তিনি। পরে ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে বিএনপিতে যোগ দেন এবং দলের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

কমেন্ট বক্স
দেশকে শান্তিপূর্ণ জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

দেশকে শান্তিপূর্ণ জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান