ভোটারকে ঘুষি মারার অভিযোগে যুক্তরাজ্যের এমপি মাইক অ্যামসবারিকে ১০ সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনা তৈরি করে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, চেশায়ার নির্বাচনী এলাকায় ঘটনার সময় মাইক অ্যামসবারি এক ভোটারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। উত্তেজনার একপর্যায়ে তিনি ভোটার পল ফেলোসকে ঘুষি মারেন।
ভিডিও ফুটেজ প্রকাশের পর ৫৫ বছর বয়সী মাইক নিজেই ঘুষি মারার কথা স্বীকার করেন। আদালত তাকে ১০ সপ্তাহের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তিনি রানকর্ন ও হেলসবিকের স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
Mytv Online