তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত হওয়া ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ১৮ বছর পর চাকরিতে পুনর্বহারের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।
২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম-কমিশনের মাধ্যমে ৩২৭ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে, তত্ত্বাবধায়ক সরকার ৮৫ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করে।
চাকরি ফিরে পেতে কর্মকর্তারা আইনি লড়াই শুরু করেন। ২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের পুনর্বহারের রায় দিলেও, সরকার পক্ষের আপিলে ২০২২ সালের ১ সেপ্টেম্বর সেই রায় বাতিল করা হয়।
পরবর্তীতে ২০২৩ সালে চাকরিচ্যুত কর্মকর্তারা রায়ের পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত তাদের চাকরিতে পুনর্বহারের আদেশ দেন, যা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটায়।