জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণী প্রদান করেন, যেখানে তিনি পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের সুবিচার নিশ্চিত করতে বাংলাদেশের রাষ্ট্রের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন।
বাণীতে ড. ইউনূস বলেন, "পিলখানা হত্যাকাণ্ড নিয়ে জাতিকে দীর্ঘদিন বিভ্রান্তিতে রাখা হয়েছে। এখন রাষ্ট্র হিসেবে আমাদের দায়িত্ব হল সুবিচার নিশ্চিত করা। সরকার এই লক্ষ্যেই কাজ করছে।" তিনি আরও বলেন, সমব্যাথী হয়ে দেশ ও জনগণ শহীদ পরিবারের পাশে দাঁড়াবে এবং নিপীড়িতদের সাহায্য করবে, এমন আশাবাদ প্রকাশ করেন।
গভীর বেদনায় তিনি শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, "এখন থেকে দিনটি একটি চেতনা ও অনুভূতির নিয়ামক হবে। এটি মনে করিয়ে দেবে দেশের জন্য যুদ্ধ করতে যাওয়া সাহসী মানুষের অমূলক এবং নির্মম মৃত্যুর কথা।"