ঢাকা , সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট জনরোষের মুখে সাবেক এমপি আফতাব, ডিম-জুতা নিক্ষেপ থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ আমার কাছে ক্ষমা চাইতে হবে, আলো আসবেই গ্রুপ নিয়ে আইরিনের হুঁশিয়ারি হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড, আগুন দিল জনতা রেকর্ড সৃষ্টি করে মার্চে এলো ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স বিদেশি শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে পৃথক বৈঠক করবেন ড. ইউনূস গাজায় জরুরি সেবাকর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার মানবপাচার রোধে শক্তিশালী আইনি কাঠামো প্রস্তুত করেছে বাংলাদেশ:স্বরাষ্ট্র উপদেষ্টা মালিকানা বদলের পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ফু ওয়াং ফুডস যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেস আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা ‘বরবাদ’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘খাদান’র সিনেমাটোগ্রাফার! আমিরাতের সহায়তায় ৮ বিভাগে হবে স্পোর্টস হাব

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪ ফেব্রুয়ারি ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠান, যা ৭ ফেব্রুয়ারি তার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের কাছে পৌঁছে দেন। এর প্রতিক্রিয়ায় ২৫ ফেব্রুয়ারি আন্তোনিও গুতেরেস এই চিঠির উত্তর দেন।

মহাসচিব তার চিঠিতে জানান, বাংলাদেশ এবং এই অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের বিষয়ে তিনি ড. ইউনূসের উদ্বেগের সঙ্গে একমত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে আরও সমর্থন নিশ্চিত করতে জাতিসংঘ প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়া, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে আসিয়ানসহ আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে জাতিসংঘ ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা যায়।

চিঠিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যের স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা এবং জীবনযাত্রার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের স্থানীয় টিমগুলোকে সর্বোচ্চ সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘ মিয়ানমারের জন্য জরুরি ত্রাণ, আবাসন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মহাসচিব আশাবাদ প্রকাশ করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। এতে সংকট সমাধানের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

এছাড়া, জাতিসংঘ মহাসচিব আগামী ১৩ মার্চ বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। চিঠির শেষে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে এই সফরকে কেন্দ্র করে আলোচনাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট

প্রক্সি সুবিধা পেতে পারেন প্রবাসীরা, একজন দেবেন সর্বোচ্চ ৩ ভোট