ঢাকা , রবিবার, ০৬ এপ্রিল ২০২৫ , ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমসটেকে প্রাপ্তি-প্রত্যাশা: চুক্তি-সমঝোতা দৃশ্যমান চায় বিশ্লেষকরা সাঙ্গাকারার সঙ্গে মালাইকার প্রেম, জল্পনা উসকে দিলেন অর্জুন? নাগরিকত্ব ত্যাগ, শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না : প্রেসসচিব এক যুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ ট্রাম্পের পাল্টা শুল্কারোপ, সম্পদ হারালেন বিশ্বের শীর্ষ ধনীরা চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে ফেঁসে যাচ্ছে অ্যাপল ট্রাম্পের ১০ শতাংশ শুল্ক কার্যকর, বাংলাদেশের হাতে সময় আছে কতদিন? শরীয়তপুরে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আহত ১৬ ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: আন্দা‌লিব রহমান পার্থ ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে পায়ে আঘাত পেলেন নাহিদ ইসলাম ৫৫ বছর বয়সে বিয়ে, এক মাস পর ডাকাতের হাতে প্রাণ গেলো প্রবাসীর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সব মুসলিমের জন্য ‘বিরল’ ফতোয়া জারি বলের আঘাতে হাসপাতালে ভর্তি পাকিস্তানি ওপেনার সিরিজ হারের পর দর্শক পেটাতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার চীন আতঙ্কিত হয়ে ভুল চাল দিয়েছে: ট্রাম্প ভারতে ওয়াকফ বিল পাসের প্রতিবাদে জামায়াতের বিবৃতি ঈদের ছুটিতে ৭ দিনে ঢাকা ছাড়েন ১ কোটি ৭ লাখ সিমধারী, ফিরেছেন ৪৪ লাখ

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪ ফেব্রুয়ারি ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠান, যা ৭ ফেব্রুয়ারি তার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের কাছে পৌঁছে দেন। এর প্রতিক্রিয়ায় ২৫ ফেব্রুয়ারি আন্তোনিও গুতেরেস এই চিঠির উত্তর দেন।

মহাসচিব তার চিঠিতে জানান, বাংলাদেশ এবং এই অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের বিষয়ে তিনি ড. ইউনূসের উদ্বেগের সঙ্গে একমত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে আরও সমর্থন নিশ্চিত করতে জাতিসংঘ প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়া, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে আসিয়ানসহ আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে জাতিসংঘ ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা যায়।

চিঠিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যের স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা এবং জীবনযাত্রার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের স্থানীয় টিমগুলোকে সর্বোচ্চ সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘ মিয়ানমারের জন্য জরুরি ত্রাণ, আবাসন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মহাসচিব আশাবাদ প্রকাশ করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। এতে সংকট সমাধানের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

এছাড়া, জাতিসংঘ মহাসচিব আগামী ১৩ মার্চ বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। চিঠির শেষে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে এই সফরকে কেন্দ্র করে আলোচনাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিমসটেকে প্রাপ্তি-প্রত্যাশা: চুক্তি-সমঝোতা দৃশ্যমান চায় বিশ্লেষকরা

বিমসটেকে প্রাপ্তি-প্রত্যাশা: চুক্তি-সমঝোতা দৃশ্যমান চায় বিশ্লেষকরা