ঢাকা , শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ , ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি শহীদ হাদির জানাজা ঘিরে ডিএমপির ৭ নির্দেশনা বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য দূতাবাসের সতর্কতা জারি আমরা এখানে কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি-সম্মিলিত নারী প্রয়াস প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ বুর্জ খলিফায় বজ্রপাত, ভিডিও ভাইরাল হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হাদির মাগফেরাত কামনায় শুক্রবার সারাদেশে বিশেষ দোয়া-প্রার্থনার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪ ফেব্রুয়ারি ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠান, যা ৭ ফেব্রুয়ারি তার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের কাছে পৌঁছে দেন। এর প্রতিক্রিয়ায় ২৫ ফেব্রুয়ারি আন্তোনিও গুতেরেস এই চিঠির উত্তর দেন।

মহাসচিব তার চিঠিতে জানান, বাংলাদেশ এবং এই অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের বিষয়ে তিনি ড. ইউনূসের উদ্বেগের সঙ্গে একমত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে আরও সমর্থন নিশ্চিত করতে জাতিসংঘ প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়া, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে আসিয়ানসহ আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে জাতিসংঘ ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা যায়।

চিঠিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যের স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা এবং জীবনযাত্রার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের স্থানীয় টিমগুলোকে সর্বোচ্চ সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘ মিয়ানমারের জন্য জরুরি ত্রাণ, আবাসন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মহাসচিব আশাবাদ প্রকাশ করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। এতে সংকট সমাধানের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

এছাড়া, জাতিসংঘ মহাসচিব আগামী ১৩ মার্চ বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। চিঠির শেষে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে এই সফরকে কেন্দ্র করে আলোচনাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি

ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি