ঢাকা , বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ , ১৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন গায়ক আসিফ আকবর ৫৪ ঘণ্টা সাপভর্তি কুয়োয়, ‘অলৌকিকভাবে’ প্রাণে বেঁচে ফিরলেন নারী খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি করে হত্যা পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা নভেম্বর মাস থেকে টিসিবির পণ্য তালিকায় যোগ হবে পাঁচ পণ্য ৩৫ বছর বয়সী নারীকে ৭৫-এর বৃদ্ধের বিয়ে, সকালেই মৃত্যু যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর সাবেক প্রেসিডেন্ট কাবিলার মৃত্যুদণ্ড কি-বোর্ডে অক্ষরগুলো এলোমেলো থাকে কেন? যে রহস্য জানেন না অনেকেই একই আঙিনায় মসজিদ-মন্দির, দেড় শতাব্দী ধরে নির্বিঘ্নে চলছে ধর্ম চর্চা ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি, আজও বজ্রসহ বৃষ্টির আভাস লন্ডনে মহাত্মা গান্ধীর ভাস্কর্য ভাঙচুর, লেখা হলো গান্ধী ও মোদি সন্ত্রাসী গাজা নিয়ে ট্রাম্পের বৃহৎ পরিকল্পনার বিষয়ে যে বার্তা দিলো স্বাধীনতাকামী গোষ্ঠী আত্মঘাতী হামলায় পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত অন্তত ২৫ পাসপোর্ট ফেরত পাচ্ছেন না মেঘনা আলম ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি : সালাহউদ্দিন পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার স্ত্রী পরিচয়ে বাড়িতে এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, যুবক পলাতক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের ডাকসু নির্বাচনের ব্যালট পেপার ছাপানো নিয়ে যা বললেন উপাচার্য দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির সর্তকতা

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪ ফেব্রুয়ারি ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠান, যা ৭ ফেব্রুয়ারি তার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের কাছে পৌঁছে দেন। এর প্রতিক্রিয়ায় ২৫ ফেব্রুয়ারি আন্তোনিও গুতেরেস এই চিঠির উত্তর দেন।

মহাসচিব তার চিঠিতে জানান, বাংলাদেশ এবং এই অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের বিষয়ে তিনি ড. ইউনূসের উদ্বেগের সঙ্গে একমত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে আরও সমর্থন নিশ্চিত করতে জাতিসংঘ প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়া, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে আসিয়ানসহ আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে জাতিসংঘ ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা যায়।

চিঠিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যের স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা এবং জীবনযাত্রার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের স্থানীয় টিমগুলোকে সর্বোচ্চ সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘ মিয়ানমারের জন্য জরুরি ত্রাণ, আবাসন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মহাসচিব আশাবাদ প্রকাশ করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। এতে সংকট সমাধানের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

এছাড়া, জাতিসংঘ মহাসচিব আগামী ১৩ মার্চ বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। চিঠির শেষে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে এই সফরকে কেন্দ্র করে আলোচনাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন গায়ক আসিফ আকবর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন গায়ক আসিফ আকবর