পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে বিএসটিআই বিশেষ কার্যক্রম শুরু করেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে এসব তথ্য জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।
সভায় তিনি বলেন, পবিত্র রমজান মাস ছাড়াও সারা বছর যেন ভোক্তারা মানসম্মত পণ্য পেতে পারেন, সেই লক্ষ্যে বিএসটিআই কাজ করবে। লাইভ বেকারি ও খাদ্যপণ্যের উপর বিশেষ নজরদারি থাকবে বলেও জানান তিনি।
আদিলুর রহমান আরও বলেন, “মান নিয়ন্ত্রণ আরও কার্যকর করতে কিউআর কোড চালু করা হয়েছে। ভোক্তারা মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পণ্যের মান যাচাই করতে পারবেন।”
বিএসটিআই জানিয়েছে, পণ্যের মান লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিশেষ অভিযান চালিয়ে বাজারে ভেজাল পণ্য সরিয়ে ফেলা হবে।