জাপান ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে, যা যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা শিল্প এবং মহাকাশ নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করবে। এই অংশীদারিত্বের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা হবে, বিশেষত নিরাপত্তা তথ্যের আদান-প্রদানে।
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আইওয়া আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা দেন।
টোকিওতে অনুষ্ঠিত এই বৈঠকে বোরেল বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে এই চুক্তি "খুব সময়োপযোগী" এবং "জরুরি," যা ইউরোপ ও এশিয়ার ক্রমশ বেড়ে চলা হুমকি মোকাবিলায় কার্যকর হবে।
বোরেল তার বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমানের অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতি এই চুক্তির প্রয়োজনীয়তাকে আরও সুস্পষ্ট করেছে।
বৈঠকের পর বোরেল দক্ষিণ কোরিয়ায় রওনা দেন, যেখানে তার সফরের মূল এজেন্ডা থাকবে উত্তর কোরিয়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা।