দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, এমন অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবারে’র পক্ষ থেকে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, “দিন দুপুরে সন্ত্রাস, ছিনতাই, নারী ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সাধারণ মানুষের জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না এই সরকার।”
তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজের দক্ষতা দেখাতে পারছেন না। এছাড়া সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচিতে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বাধা দেয়া হচ্ছে বলেও দাবি করেন রিজভী।
রাজনীতি মানে মিটিং-মিছিল করা নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, "কে কতটুকু সমাজ সেবা করেছে, তার ওপর রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করে।"